ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজের শেষ ম্যাচটিকে ‘ফাইনালে’র রূপ দিতে পেরেছিল বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজেও পারবে কি?
সিরিজের প্রথম দুই ওয়ানডের মতো তৃতীয় ও নির্ধারণী ম্যাচেও ডেথ ওভারে দারুণভাবে ফিরে আসেন বাংলাদেশের বোলাররা। লঙ্কানদের ইনিংস বড় স্কোরের পথে থাকলেও শেষ দিকে তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও শামীম হোসেন পাটোয়ারীদের আটসাঁট বোলিংয়ে থেমে যায় ২৮৫ রানে।